সাইফুল ইসলাম (রনি) প্যারিস, ফ্রান্স
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলাদেশের ৫৪তম মহান বিজয় দিবস।
অনুষ্ঠানের শুরুতে প্রথমে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। এরপর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট অভ্যুত্থানের উপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্মিত প্রামাণ্যচিত্র ‘আঁধার পেরিয়ে’ প্রদর্শন করা হয়।
রাষ্ট্রদূত খন্দকার এম এ তালহা তার বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর রাষ্ট্রদূত উপস্থিত অতিথিদের সঙ্গে বিজয় দিবস নিয়ে কথা বলেন। উপস্থিত অতিথিরা নতুন বাংলাদেশ নিয়ে তাদের চাওয়া নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।
তারা শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন। মহান বিজয় দিবসের চেতনাকে হৃদয়ে ধারণ করে সে লক্ষ্যে কাজ করার জন্য উপস্থিত সবাই তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট নেতা, সাংবাদিক, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
GIPHY App Key not set. Please check settings