সাইফুল ইসলাম (রনি) প্যারিস, ফ্রান্স
দীর্ঘদিন পর ফ্রান্স বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহেরের সঞ্চালনা এবং সভাপতি সৈয়দ সাইফুর রহমানের সভাপতিত্বে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জার্মান বিএন,পির সভাপতি আকুল মিয়া। আলোচনা সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করে মুক্তিযুদ্ধ এবং জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
এরপর বেলজিয়াম ও জার্মানি থেকে আসা অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফ্রান্স বিএনপির নেতাকর্মীরা। আলোচনা সভার শুরুতে প্রধান বক্তা সাইদুর রহমান লিটন মুক্তিযুদ্ধে ইতিহাস, যুদ্ধে জিয়াউর রহমানের অবদান এবং সম্প্রতি যে গণঅভ্যুত্থান হয়েছে, তাতে বিএনপি এবং তারেক রহমানের অবদানের কথা তুলে ধরে বক্তব্য দেন।
প্রধান অতিথি এম এ মালেকের সরাসরি উপস্থিত থাকার কথা থাকলেও দলীয় অন্য প্রোগ্রাম থাকার কারণে তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হন। তিনি ভারতীয় আগ্রাসন, শেখ হাসিনার ১৫ বছরের অপশাসনের লুটপাট, দুর্নীতি-গুম-খুন, বিদেশে অর্থ পাচার এবং বিএনপির ৩১ দফা ঘোষণা নিয়ে কথা বলেন।
এ ছাড়া তিনি বর্তমান সরকারকে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে জনগনের সরকারের কাছে ক্ষমতা দিতে জোর দাবি জানান। এ ছাড়া অন্য অন্য বক্তারা প্রবাসে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং এর চেতনা চির সমুন্নত রাখা এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের সঠিক চিত্র তুলে ধরার জন্য বক্তারা নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
ফ্রান্স বিএনপির সহসভাপতি এইচ এম রফিক, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, যুব নেতা জুনায়েদ আহমেদ, সিনিয়র সাংবাদিক মান্নান আজাদ বক্তব্য রাখেন। আলোচনা সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
GIPHY App Key not set. Please check settings