in

শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৫৮ শিক্ষানবিশ এসআইকে অব্যাহতি

শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে আজ ৪০ তম ক্যাডেট ব্যাচের ৫৮ জন শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরকে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও জনসংযোগ) ইনামুল হক সাগর আজ বাসসকে বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে’।

তিনি বলেন, এসআইরা সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছিল কিন্তু শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে লিপ্ত ছিল।

এরআগে, সারদা পুলিশ একাডেমি শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত মাসে ৫৯ শিক্ষানবিশ এসআই’র বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল।
৫৯ এসআই ক্যাডেটের মধ্যে ৫৮ জনকে অব্যাহতি দেওয়া হলো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings