প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শনিবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য সংবর্ধনার আয়োজন করবেন।
এ দিন বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
নেপালে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৪ জিতে গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশে পৌঁছালে ছাদখোলা বাসে তাদের সংবর্ধনা জানানো হয়।
নেপালের দশরথ রঙ্গশালায় ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দুই বছর আগে একই মাঠে নেপালকে কাঁদিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ।
GIPHY App Key not set. Please check settings