পাকিস্তানকে মঙ্গলবার দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। বুধবার রাতে পাকিস্তান থেকে দুবাই হয়ে দেশে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
কানাডার লিগ খেলে দুবাই হয়ে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। তিনি দলের অন্যদের সঙ্গে একই ফ্লাইটে দুবাই পর্যন্ত গেলেও সেখান থেকে লন্ডনের বিমান ধরার কথা। ইংল্যান্ডে একটি কাউন্টি ম্যাচ খেলে দলের সঙ্গে ভারতে টেস্ট সিরিজের দলে যোগ দেওয়ার কথা সাকিবের।
বাংলাদেশ এবারই প্রথম পাকিস্তানকে টেস্ট হারিয়েছে। পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের রেকর্ডও হয়েছে প্রথমবার। পাকিস্তানকে তাদেরই মাঠে টেস্ট সিরিজ হারিয়ে ইতিহাস গড়েছে নাজমুল শান্তর নেতৃত্বাধীন দল। টেস্টে এটাকেই বাংলাদেশ ক্রিকেটের সেরা সাফল্যও বলা হচ্ছে।
GIPHY App Key not set. Please check settings