অন্তর্বর্তী সরকার দেশের কোনো গণমাধ্যম বন্ধ করেনি। আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস ইউং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, বর্তমান সরকার সংবাদমাধ্যম এবং মতপ্রকাশের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। বর্তমান সরকার মত প্রকাশের স্বাধীনতা পুনরুদ্ধার এবং তা অক্ষুণ্ন রাখার দৃঢ় প্রত্যয়ের কথা শপথ নেয়ার পর থেকে বলে আসছে।
GIPHY App Key not set. Please check settings