in

সংসদ বিলুপ্ত, খালেদা জিয়ার মুক্তি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন।

রাষ্ট্র প্রধানের সাথে গতকাল তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে।

এ ছাড়াও ১ জুলাই ২০২৪ হতে ৫ আগষ্ট ২০২৪ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেয়া শুরু হয়েছে। ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings