বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়ে চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক ক্ষুদে বার্তায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে কয়েক দিন বন্ধ এবং আরও কয়েক দিন সীমিত সময়ে অফিস চলার পর বুধবার থেকে আবারও স্বাভাবিক সময়ে অফিস চলবে।
কোটা আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ জারি হওয়ায় ২১-২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।
কিন্তু কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলো খুলে দেয়া হয়। তবে অফিস সময় ছিল সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।
GIPHY App Key not set. Please check settings