in

কলকাতা জুড়ে ‘তুফান’

বাংলাদেশসহ পৃথিবীর ১৫ দেশে চলছে ‘তুফান’। এবার ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খানের সিনেমাটি ভারতে মুক্তি পেতে যাচ্ছে।

৫ জুলাই ভারতে মুক্তি পাবে ‘তুফান’। সিনেমা মুক্তি উপলক্ষে বর্তমানে দেশটিতেই অবস্থান করছেন শাকিব।

মুক্তির আগে কলকাতা শহরজুড়ে ‘তুফানে’র প্রচারণা চলছে। মেট্রোরেল থেকে বিলবোর্ড, কলকাতার রাস্তায় রাস্তায় ঝুলছে শাকিবের ‘তুফান’ সিনেমার পোস্টার।

সিনেমা সংশ্লিষ্টরা আশা করছেন, বাংলাদেশের মতো ভারতেও ‘তুফান’ কাঙ্ক্ষিত সাফল্য পাবে।

শাকিব খান কলকাতা প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের আয়োজনে প্রচারণায় অংশ নেবেন। প্রিমিয়ার শোতেও থাকার কথা রয়েছে তার। শাকিব খানের সঙ্গে রয়েছেন পরিচালক রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ আরও অনেকে।

‘তুফান’ সিনেমায় আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাভলুসহ অনেকেই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings