in

২০০ কোটি দিয়ে প্রথম দিনেই বক্স অফিসে ‘কল্কি’ঝড়

মুক্তি পেয়েছে চলতি বছরে প্রতীক্ষিত ভারতীয় সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। এই সায়েন্স ফিকশন সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে দারুণ উন্মাদনা প্রথম থেকেই দেখা গেছে। আর মুক্তি পেতেই সেটার আভাস ধরা পড়ল বক্স অফিসে। প্রথম দিনই বক্স অফিসে বাজিমাত করল প্রভাস-দীপিকার সিনেমাটি।

গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে একাধিক ভাষায়। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে যেন ‘কল্কি’ঝড়। এদিন ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটির আয় প্রায় ১০০ কোটি রুপি এবং বিশ্বজুড়ে সিনেমাটির আয় প্রায় ২০০ কোটি রুপি।

বলিউড বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে, ভারতীয় বক্স অফিসে সিনেমাটির প্রথম দিনের আয় ৯৫ কোটি রুপি। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে কেবল তেলুগু ভার্সন থেকেই। হিন্দি ভার্সনে এর আয় ২৪ কোটি রুপি।

এদিকে সচনিল্কের রিপোর্টের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ভারতজুড়ে ১৯ লাখ অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। শুধু তেলুগু ভাষাতেই ১৫ লাখ টিকিট বিক্রি হয়েছে। অ্যাডভান্স বুকিংয়ের মাধ্যমে সিনেমাটির আয় ৫০ কোটি রুপির বেশি।

অন্যদিকে বিশ্বজুড়ে সিনেমাটির আয় ১৮০ কোটি রুপি। ফলে প্রথম দিনের নিরিখে ‘কল্কি ২৮৯৮ এডি’ যে বেশ ভালোই ব্যবসা করেছে এবং সাড়া পেয়েছে, সেটা নিঃসন্দেহে বলা যায়। এমনকি দর্শকদের থেকেও ভালোই প্রশংসা পাচ্ছে নাগ অশ্বিনের সিনেমাটি।

‘কল্কি ২৮৯৮ এডি’ পরিচালনা করেছেন নাগ অশ্বিন। এতে মুখ্য ভূমিকায় দেখা গেছে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান প্রমুখকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings