দক্ষিণি তারকা নাগার্জুনের একটি ভিডিওকে কেন্দ্র করে তুমুল তর্কবিতর্ক চলছিল অন্তর্জালে। ভিডিওটিতে দেখা যায়, নাগার্জুনের দেহরক্ষী ধাক্কা দেন অভিনেতার এক ভক্তকে। তাতে কোনো প্রতিক্রিয়া না দিয়ে হেঁটে চলে যাচ্ছেন দক্ষিণের এই সুপারস্টার। পাশে দেখা যায় অভিনেতা ধনুশকেও।
এক্সে এক পাপারাজ্জি ভিডিওটি শেয়ার করতেই হইচই পড়ে যায়। বিতর্ক বাড়তেই এ ঘটনায় ক্ষমা চাইলেন অভিনেতা। খবর হিন্দুস্তান টাইমসের।
ভিডিওটিতে দেখা যায়, এক একটি ক্যাফের পাশ থেকে হেঁটে বের হচ্ছেন নাগার্জুন। তখনই অভিনেতার সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন সেই ক্যাফের এক কর্মী, যিনি প্রতিবন্ধী। তৎক্ষণাৎ নাগার্জুনের দেহরক্ষী তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এ কারণে লোকটি হোঁচট খেয়ে পড়ে যান।
নাগার্জুন এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া না দিয়ে হাঁটতে থাকেন। ধনুশকে কয়েকবার পেছনে ফিরে তাকাতে দেখা গেল যদিও তিনিও হাঁটতে থাকেন। নাগার্জুনকে ভিডিওটিতে কালো শার্ট পরে হেঁটে যেতে দেখা যায়।
অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘মানবতা কোথায় গেল?’ প্রবল বিতর্কের মুখে ঘটনাটি নিয়ে অবশেষে মুখ খুললেন নাগার্জুন। অভিনেতা এক্সে একটি নোট শেয়ার করে লিখেছেন, ‘এটি এইমাত্র আমার নজরে এসেছে…এটা হওয়া উচিত হয়নি। আমি ভদ্রলোকের কাছে ক্ষমা চাইছি (হাতজোড় করা ইমোজি)। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না হয়, সে জন্য আরও সতর্ক থাকব।’
GIPHY App Key not set. Please check settings