সাইফুল ইসলাম (রনি) প্যারিস,ফ্রান্স
প্রতি বছরের ন্যায় ২১ জুন ফ্রান্স সহ সারাবিশ্বে উদযাপিত হলো ফেটে দে লা মিউজিক বা মিউজিক ডে বা ওয়ার্ল্ড মিউজিক ডে। রাজধানী প্যারিসের পাবলিক স্পেস এবং পার্কগুলিতে সঙ্গীত বাজানো হয়। এছাড়া ওপেন কনসার্টেরও আয়োজন করা হয়, যেখানে সব ধরনের সঙ্গীতশিল্পীরা গান পরিবেশন করে থাকেন।
অ্যাসোসিয়েশন কালচারাল ফ্রাঙ্কো বাংলাদেশ গার্দোনাতে বাংলাদেশি সঙ্গীতশিল্পীদের নিয়ে এক কনসার্টের আয়োজন করেন। কনসার্টে ফরাসী ব্যান্ড দল ওয়ান দ্যা রক, বাংলা ব্যান্ড মৃত্তিকা, খ্যাপা, মাইলস্, জনপ্রিয় সংগীত শিল্পী মৌসমি চক্রবর্তী, পাপিয়া পল এবং ইমতিয়াজ রনি।
ফেটে দে লা মিউজিকের উদ্দেশ্য হল সঙ্গীত প্রচার করা। অপেশাদার এবং পেশাদার সঙ্গীতজ্ঞদের রাস্তায় পরিবেশন করতে উত্সাহিত করা। সারা দেশে হাজার হাজার কনসার্ট বিনামূল্যে সারাদিনে মঞ্চস্থ হয়, যা সকল ধারার সঙ্গীতকে জনসাধারণের কাছে গ্রহণযোগ্য করে তোলে।
ফেটে দে লা মিউজিক এর ধারণা এসেছিল ১৯৮১ সালের অক্টোবরে ফরাসি সংস্কৃতি মন্ত্রী জ্যাক ল্যাংয়ের মাধ্যমে। ১৯৮২ সালের একটি সমীক্ষায় দেখা যায় প্রতি দুইজন ফরাসীর মধ্যে একজন বাদ্যযন্ত্র বাজায়। তখন তিনি এক দিনে সমস্ত ফরাসি শিল্পী এবং সঙ্গীতজ্ঞদের একত্রিত করে নিজেদের পরিচিত করার জন্য ২১শে জুন বিনামূল্যে ওপেন কনসার্টের আয়োজন করেন। সেই থেকে ২১ জুন দিনটি মিউজিক ডে হিসেবে পালিত হয়ে আসছে।
পেশাদার এবং নতুন শিল্পীরা রাস্তায়, স্কোয়ারে ফ্রান্সের সর্বত্র গভীর রাত পর্যন্ত সঙ্গীত পরিবেশন করেন। এমনকি হাসপাতাল, সমিতি, কারাগার, ধর্মীয় উপাশনাল সঙ্গীত পরিবেশন করা হয়।
GIPHY App Key not set. Please check settings