চট্টগ্রামে লরির ধাক্কায় আসাদুজ্জামান সানি নামের (১৯) এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে পতেঙ্গার প্রজাপতি পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লরির ধাক্কায় পুকুরে পড়ার চার ঘণ্টা পর পানির নিচে এক শিশুর দেহ শনাক্তের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজনকে ধাক্কা দেওয়ার পর পুকুরে পড়ে যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে আহত ব্যক্তিদের মধ্যে একজনের মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। তারা হলেন নুরুল আমিন (২১), তাসপিয়া সুলতানা (২০), নুসরাত বেগম (৩৫) ও মো. ইমরান (৮)।
ফায়ার সার্ভিসের কর্ণফুলী ইপিজেড কার্যালয়ের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মামুন-উর-রশীদ বলেন, দুর্ঘটনার পর এক শিশুর খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ১২টার দিকে পুকুরের নিচে লরির চাকায় চাপা পড়া অবস্থায় শিশুটির দেহ শনাক্ত করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক এর আগে জানিয়েছিলেন, দুর্ঘটনার পর চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এক শিশু নিখোঁজ। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান মেহেদী হাসান নামের স্থানীয় এক যুবক। তিনি বলেন, আহত ব্যক্তিরা সবাই এক পরিবারের। পার্কের পাশে নেভাল এলাকায় ঘুরতে এসেছিলেন তারা। এ সময় বেপরোয়া একটি লরি তাঁদের ধাক্কা দেয়।
GIPHY App Key not set. Please check settings