সাইফুল ইসলাম রনি, প্যারিস, ফ্রান্স
অলিম্পিকের ১০০ দিনের ক্ষণগণনা শুরু হয়ে গেছে আগেই। ‘বিগেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমসের ৩৩তম আসর বসছে ফ্রান্সে।
এরইমধ্যে নানা আয়োজন নিয়ে প্রস্তুত ফ্রান্স, প্রস্তুত আয়োজক শহর প্যারিস। ক্ষণগণনায় আইফেল টাওয়ার ও সিন নদীর মাঝে বসানো হয়েছে একটি বিশেষ ঘড়ি।
এ নদীর তীরেই হবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। ২৬ জুলাই শুরু হতে যাওয়া এবারের আসরের পর্দা নামবে ১১ আগস্ট।
অলিম্পিক, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসের মতো আসরগুলো কেন্দ্রীভূত হয় একটি স্টেডিয়ামকে ঘিরে। সেখানেই হয় উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান। তবে এবার ব্যতিক্রম প্যারিস। প্রথমবারের মতো মূল স্টেডিয়ামের বাইরে আসরের উদ্বোধন হবে।
বাংলাদেশের কোনো অ্যাথলেটের অবশ্য অলিম্পিক পদক নেই। পদক তো পরের কথা নিজেদের সেরাটাও খেলতে পারেন না বেশির ভাগ অ্যাথলেট। প্যারিসে ভাগ্যটা বদলাবে কি না, সেই প্রশ্ন তো থেকেই যাচ্ছে।
এ নিয়ে তৃতীয়বারের মতো অলিম্পিকের আয়োজক শহর হতে যাচ্ছে প্যারিস। এর আগে ১৯০০ ও ১৯২৪ সালে অলিম্পিক আয়োজন করেছিলো শহরটি।
একশ বছর পর আবারও আয়োজক হয়েছে প্যারিস। এর আগে লন্ডন ২০১২ সালে প্রথমবারের মতো একক শহর হিসেবে তিনবার অলিম্পিক আয়োজকের তকমা পেয়েছিল।
GIPHY App Key not set. Please check settings