সাইফুল ইসলাম রনি
ফ্রান্সে লেখক ও চলচ্চিত্রকার সাদাত হোসাইনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দুই বাংলার জনপ্রিয় তরুণ কথাসাহিত্যিক সাদাত হোসাইনকে প্যারিসে সংবর্ধনা দিলো ফ্রান্সপ্রবাসী বাংলাদেশীরা। উদীয়মান এই সাহিত্যিক বিশেষ আমন্ত্রণে ইউরোপীয় দেশসমূহে সফরের অংশ হিসেবে ফ্রান্সে আসেন। “ফ্রান্স প্রবাসী বাংলাদেশী সাহিত্যপ্রেমী” এর ব্যানারে তাঁকে সংবর্ধনা দেয়ার সমস্ত আয়োজনে ছিলো বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ), আয়েবা এবং মাদারীপুর জেলা এসোসিয়েশন ফ্রান্স। অনুষ্ঠানে মাদারীপুরের কৃতি সন্তান সাদাত হোসাইনকে জেলা এসোসিয়েশন এর পক্ষ থেকে ক্রেস্ট এবং ফুলের তোড়া দেয়া হয়।
গত ২৮ এপ্রিল রোববার প্যারিসের উপকন্ঠে ওবারভিলিয়ে শহরে একটি হলে এই সংবর্ধনা ও শর্ট ফিল্ম প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়েবা মহাসচিব, কমিউনিটি ব্যক্তিত্ব এবং লেখক কাজী এনায়েত উল্লাহ ইনু।
জহিরুল রানার সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিসিএফ এর সহসভাপতি মোজাম্মেল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব সুব্রত শুভ, শিল্পী আরিফ রানা, মাদারীপুর জেলা এসোসিয়েশন ফ্রান্স এর সভাপতি হাবিবুর রহমান, বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্স এর সভাপতি ও. আই. রিয়াদ।
অনুষ্ঠানে বিসিএফ এর সভাপতি এমডি নূর এর নেতৃত্বে একটি দল উপস্থিত ছিলেন। তারা হলেন ফারুক শোয়েব, আব্দুর রহমান শিপন, শাহেদ ভুঁইয়া, শাহজাহান, মাহমুদ আহমেদ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সাহিত্যিক সাদাত হোসেন এর বাল্যবন্ধু ওহিদুজ্জামান টিপু।
অনুষ্ঠানে লেখকের সম্মানে মানপত্র পাঠ করেন সঞ্চালক জহিরুল রানা এবং মানপত্র লেখকের হাতে তুলে দেন প্রধান অতিথি কাজী এনায়েত উল্লাহ ইনু। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন মৌসুমী চক্রবর্তী এবং ইমতিয়াজ রনী। পুঁথি পাঠ করে শোনান স্বনামধন্য পুঁথিশিল্পী কাব্য কামরুল। অনুষ্ঠানে আকর্ষণীয় পর্ব ছিলো লেখকের নিজের মুখে ‘জীবনের গল্প, গল্পের জীবন’।
সংবর্ধনা অনুষ্ঠানে লেখকের পরিচিতিমূলক তথ্যচিত্র এবং তারই নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বোধ’ প্রদর্শন করা হয়।
GIPHY App Key not set. Please check settings