in

শুক্রবার ঢাকায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

রাজধানীতে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ। আগামী শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। রোববার মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings