ফ্রান্সে গান গাইবেন বাংলাদেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী ইমরান ও ঝিলিক।
রোববার (২১ এপ্রিল) প্যারিসের একটি হলে স্থানীয় সময় দুপুর দুইটা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত বৈশাখী উৎসবে তারা গান গাইবেন।
এ উৎসবের আয়োজন করেছে স্বরলিপি শিল্পীগোষ্ঠী, ফ্রান্স। এতে কুপনের শুভেচ্ছামূল্য রাখা হচ্ছে ১০ ইউরো।
শুক্রবার সকালেই ঢাকা ছাড়েন ইমরান ও ঝিলিক। সঙ্গে রয়েছে তাদের টিম। ইউরোপ সফরে তিনটি দেশে গান পরিবেশন করবেন তারা।
ইমরান বলেন, এবারের সফর বেশিদিনের নয়। তবে ইউরোপের ৩ দেশে শো করছি। ঈদের পরপর প্রবাসীদের আমন্ত্রণে এই সফর নিয়ে আমরা বেশ এক্সাইটেড।
GIPHY App Key not set. Please check settings