কালকিনি প্রতিনিধি: মাদারীপুরে সামাজিক সংগঠন মাটির টানে ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মার্চ) ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার পার্টির মধ্যে দিয়ে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ছিল- প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার, মাদক-জুয়ামুক্ত সি ডি খান।
একতা, শান্তি, উন্নয়ন ও মানবতার সেবায় আমরা- এ স্লোগান ধারণ করে মাটির টানে ফাউন্ডেশন ২০২০ সালের ২০ মার্চ করোনা মহামারির সময় মাদারীপুরের কালকিনি থানার সি ডি খান ইউনিয়নে প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি এলাকায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, যুব প্রশিক্ষণ, শিক্ষা, পরিবেশ, ধর্মীয়, খেলাধুলা নিয়ে কাজ করছে। এ ছাড়া মাদক-জুয়া, বাল্যবিবাহ, যৌতুক বন্ধে সচেতনতামূলক আলোচনা সভা, লিফলেট বিতরণসহ নানা কর্মকাণ্ড করে আসছে।
পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সময় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা এলাকাবাসীর পাশে থেকে কাজ করেন। ফাউন্ডেশনটি পরিচিতি ইউনিয়নের গন্ডি পেরিয়ে থানা পর্যায় ছড়িয়ে পরেছে।
আলোচনা সভা ও ইফতার পার্টিতে সহ-সভাপতি মাসুম আহমেদের সভাপতিত্বে এবং উপদেষ্টা পরিষদের সদস্য খোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান অতীথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা আবুল খায়ের মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপদেষ্টা সিরাজুল ইসলাম, উপদেষ্টা বোরহান উদ্দিন, অতিথিদের মধ্যে থেকে সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা, নাহিদ মোল্লা, আরও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক রিয়াজ বেপারি।
বক্তারা তাদের বক্তৃতায় ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। আলচনা সভায় ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টাবৃন্দ, কার্যকরী কমিটিরসদস্য এবং সাধারণ সদস্যসহ বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।
ইফতার পূর্ব দোয়া এবং ইফতারে মাধ্যমে ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের সমাপ্তি ঘোষণা করা হয়।
GIPHY App Key not set. Please check settings