in

নতুন নির্বাচনে মাহি

ফ্রান্স বিডিডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে অংশ নিয়েছিলেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর কাছে ভোটের লড়াইয়ে বড় ব্যবধানে পরাজয় হয়েছে এ অভিনেত্রীর। এরপর স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে হইচই ফেলে দেন।

সেই মাহি আবারও নির্বাচনে আসছেন। আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন মাহি, এমন খবর সর্বত্র।

এক সূত্রে জানা যায়, মিশা-ডিপজল নেতৃত্বাধীন প্যানেল থেকে মাহি নির্বাচন করবেন। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি। ধারণা করা হচ্ছে, তাকে সাংগঠনিক বা যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে দেখা যাবে।

শোনা যাচ্ছে, এবার নির্বাচনে তিনটি প্যানেল হতে যাচ্ছে। ডিপজল-মিশা, সাধারণ সম্পাদক পদে নিপুণের একটি আর সভাপতি পদে ড্যানি সিডাক আরেকটি প্যানেল ঘোষণা দিয়েছেন। ২৭ এপ্রিল সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। ৪ মার্চ তফসিল ঘোষণা করে শিল্পী সমিতির নির্বাচন কমিশন।

এদিকে দ্বিতীয় বিয়ের পর রুপালি পর্দায় অনিয়মিত হয়ে পড়েন মাহিয়া মাহি। সেভাবে বড় বাজেটের কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। সংসার, রেস্তোরাঁ ব্যবসা আর রাজনীতি নিয়ে তুমুল ব্যস্ত হয়ে পড়েন। একসময় কোল আলো করে আসে সন্তান ফারিশ। সন্তানকে নিয়েই রাজনীতির মাঠ চষে বেড়িয়েছিলেন নায়িকা। রাজনীতির আলোচনা থামতে না থামতেই সম্প্রতি দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। এ নিয়ে আলোচনা চলছেই। তবে সেসব এড়িয়ে মাহি আবারও অভিনয় ও রাজনীতির আঙিনায় পথ চলতে মনোযোগী হয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings