in

রমজানে ব্যাংকে লেনদেন ৫ ঘণ্টা

রোজার মাসে এবার ব্যাংকে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত। তবে দাপ্তরিক কাজের জন্য ব্যাংক বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

নিরবচ্ছিন্ন ব্যাংকিং চালানোর নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এক সার্কুলারে জানিয়েছে, রোজায় সব সরকারি-বেসরকারি ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এর মধ্যে লেনদেন চলবে সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের জন্য বিরতি থাকবে। এই বিরতির সময়ে স্বাভাবিক সময়ের মতো অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম অব্যাহত রাখতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বর্তমানে ব্যাংকের অফিস সূচি হচ্ছে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। তবে লেনদেন চলে সাড়ে তিনটা পর্যন্ত।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে বাংলাদেশে রোজা শুরু হতে পারে।

রোজা শুরুর দিন থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings