in

ফ্রান্সে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত

সাইফুল ইসলাম রনি, প্যারিস থেকে

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীড়া অংশ নেন। মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী এহসানুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বুধবার স্থানীয় সময় সকাল ৯ টায় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ১৯৫২ সালের সকল ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে অস্থায়ী শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জ্ঞাপন করেন দূতাবাসের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।

দূতাবাসের হল রুমে ভাষা শহীদের স্মরণে এক আলোচনা অনুষ্ঠান হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পরাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।

কে এফ এম শাহারহাদ শাকিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছ, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানের সভাপতি মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী এহসানুল হক সমাপনী বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings