সাইফুল ইসলাম রনি (প্যারিস ফ্রান্স)
আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার জার্মানির মিউনিখে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পঞ্চমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম বিদেশ সফর।
এই সফরকে কেন্দ্র করে মিউনিখ শহরে এরই মধ্যে বিপুল সংখ্যক ইউরোপ প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা হাজির হয়েছেন। ফলে সেখানে প্রবাসীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন উপলখ্যে ফ্রান্স আওয়ামী লীগের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মিউনিখের ‘বুরগার হাউজ গারচিং’ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হয়।
মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের সভাপতি রাষ্ট্রদূত ড. ক্রিস্টোফ হিউজেনের আমন্ত্রণে সম্মেলনে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি, সাইডলাইনে অন্তত সাত দেশ ও তিন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে সরকারপ্রধানের।
সম্মেলনের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রাটা, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতে ফ্রেডেরিকসেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মানির আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক মন্ত্রী ভেনজা শুলজ, বিশ্ব ব্যাংকের সিনিয়র ব্যবস্থাপনা পরিচালক এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ ও মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগে সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
সফর শেষে ১৮ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ ফেব্রুয়ারি তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
GIPHY App Key not set. Please check settings