in

মেট্রো রেলে ফুল নিয়ে ভ্রমণ নিষেধ?

পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবসের আগেই ফুল নিয়ে মেট্রো রেলে ভ্রমণের নিষেধাজ্ঞা দিল কর্তৃপক্ষ? মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে সাদা কাগজে লেখা এমন একটি বার্তাই ঝুলতে দেখা যায়।

স্টেশনের সিঁড়ির মুখেই ঝোলানো কাগজে লেখা ‘ফুল নিয়ে ট্রেনে ভ্রমণ নিষেধ’। ছবিটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

এ বিষয়ে অবশ্য মেট্রোরেল কর্তৃপক্ষের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গত বছর ১৩ ডিসেম্বর মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন খুলে দেওয়া হয়।

ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট গ্রুপে রাইয়ান আহমেদ রাজু নামে এক ব্যবহারকারী ছবিটি পোস্ট করেন। তিনি বলেন, ‘সন্ধ্যায় স্টেশনে যাওয়ার সময় ছবিটি নিছক মজা করে তুলি। পরে সেটি ফেসবুকে পোস্ট করি। কিন্তু এত হাইপ হবে সেটা ভাবিনি।’

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দিন রয়েছে: পয়লা ফাল্গুন, হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা অন্যতম। এ ছাড়া ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উপলক্ষে কয়েক দিন আগে থেকেই ফুলের বাজার রমরমা।

এর আগে কারওয়ান বাজার স্টেশন খুলে দেওয়ার পর শাক–সবজি ও মাছ–মাংস নিয়ে মেট্রো ট্রেনে ভ্রমণ করা যাবে না বার্তা সংবলিত লেখা স্টেশনে ঝুলিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings