বক্স অফিসে বলিউড তারকা হৃতিক রোশান ও দীপিকা পাডুকোন অভিনীত সিনেমা ‘ফাইটার’ যে লম্বা রেসের ঘোড়া তারই প্রমাণ মিললো অবশেষে! মুক্তির ১১ তম দিনে এসে বিশ্বব্যাপী ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করলো ছবিটি।
শুধু তাই নয়, মুক্তির পর দ্বিতীয় শনি ও রবিবারের ব্যবসায় প্রায় ৯০ শতাংশ বৃদ্ধিও দেখিয়েছে ‘ফাইটার’।
ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গেল ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল সিনেমাটি। বক্স অফিসে মুক্তির শুরুটা তেমন আশানুরূপ না হলেও হৃতিক-দীপিকার এই সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে।
২০০ কোটি রুপি বাজেটের ‘ফাইটার’ প্রথম দিনে আয় করেছিল ২২.৫ কোটি। দ্বিতীয় দিন ৩৯.৫ কোটি ঘরে তোলে এই সিনেমা। শনিবার ফাইটারের আয় হয় ২৮ কোটি। এরপর কম বেশি মিলিয়ে আয়ের তারতম্য শেষে ১১ তম দিনে এসে ভারতে ছবিটির আয় দাঁড়ায় ১৭৫.৭৫ কোটি রুপি।
হৃতিক অভিনীত প্রথম ‘অ্যারিয়াল অ্যাকশন’ ঘরানার সিনেমা বেশ পছন্দ হয়েছে চলচ্চিত্রপ্রেমীদের। সিনেমার অ্যাকশন তো বটেই, হৃতিক ও দীপিকার রসায়ন সবাই ভীষণ পছন্দ করেছেন। সেই সঙ্গে নজর কেড়েছেন অনিল কাপুর থেকে শুরু করে অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার সহ অন্যরা।
এমনকি গত বছর মুক্তি প্রাপ্ত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’র তুলনায়ও বেশি ভালো হয়েছে ‘ফাইটার’, এমনটাও দাবি করেছেন দর্শক থেকে শুরু করে সিনেমা বিশ্লেষকরা।
পাকিস্তানের তরফে ভারতের ওপর করা একটি সন্ত্রাসবাদী হামলার পর এয়ারস্ট্রাইকের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি। ‘ফাইটার’ ছবিতে বিমান বাহিনীর অফিসার হিসেবে ধরা দিয়েছেন হৃতিক ও দীপিকা। হৃতিকের চরিত্রের নাম ‘শামশের পাঠানিয়া’।
‘মিনল রাঠোর’ রূপে রয়েছেন দীপিকা। ছবিতে আরও রয়েছেন অনিল কাপুর, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার সহ অনেকে। ‘ফাইটার’ প্রযোজনা করেছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স।-হিন্দুস্থান টাইমস
GIPHY App Key not set. Please check settings