in

নেতানিয়াহুকে সরাতে সুপ্রিম কোর্টে আবেদন

ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে বেনিয়ামিন নেতানিয়াহুকে অযোগ্য ঘোষণা করতে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর সাবেক প্রধান মোশে ইয়ালোন ও ড্যান হালুৎজসহ ৯ জন ওই আবেদন করেন।

আদালতে করা আবেদনে বলা হয়, ফৌজদারি অভিযোগ থাকার পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে রয়েছেন নেতানিয়াহু। এতে নিশ্চিতভাবে স্বার্থের দ্বন্দ্ব দেখা দিয়েছে। তাঁকে পদচ্যুত করার আহ্বান জানিয়ে আবেদনকারীরা আরও বলেছেন, নেতানিয়াহুর শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার আগে ও পরের ঘটনা উল্লেখ করে আবেদনকারীরা আদালতকে বলেছেন, দেশ, দেশের মানুষ এবং জিম্মি ও তাদের পরিবারের বদলে নিজের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হন। এ ছাড়া প্রায় ২৪০ জনকে ইসরায়েল থেকে জিম্মি করে নিয়ে যান হামাস সদস্যরা। সেদিন থেকেই ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে উপত্যকাটিতে ২৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

এরই মধ্যে গত নভেম্বরে গাজায় সাত দিনের যুদ্ধবিরতি চুক্তি করে হামাস ও ইসরায়েল। সেই সময় চুক্তি অনুযায়ী বেশ কয়েকজন জিম্মি ব্যক্তিকে মুক্তি দেয় হামাস। ইসরায়েলের দাবি, এখনো ১৩২ জন গাজায় জিম্মি রয়েছেন। তাদের মধ্যে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে বলে কেউ কেউ ধারণা করছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings