বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিলামে থাকা মোস্তাফিজুর রহমানকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
মঙ্গলবার দুবাইয়ের কোকাকোলা এরেনাতে অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) এবারের আসরের নিলাম। এ নিলামে সঞ্চালক হিসেবে ছিলেন মল্লিকা সাগর। তিনিই প্রথম নারী অকশনার হিসেবে আইপিএলের নিলাম সঞ্চালনা করছেন।
সাম্প্রতিক সময়ে বিবর্ণ পারফরম্যান্সের সঙ্গে উচ্চ মূল্যের কারণে অনেকেই ভেবেছিলেন এবার হয়তো অবিক্রীতই থাকবেন মোস্তাফিজ। কিন্তু শেষ পর্যন্ত ঠিকই দল পেয়েছেন এই পেসার। দিনের শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে তার জন্য বিট করে চেন্নাই। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখালে ভিত্তিমূল্যেই তাকে পেয়ে যায় দলটি।

ফলে আসরটির আগামী আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকছেন মোস্তাফিজ। তবে আইপিএলের পুরোটা সময় থাকতে পারবেন না মোস্তাফিজ। ২২ মার্চ থেকে ১১ মে পর্যন্ত এই আসরে খেলার জন্য তাকে এভেইলেবল রেখেছে বিসিবি।
এ নিয়ে আইপিএলে পঞ্চম ফ্র্যাঞ্চাইজি দলে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। এর আগে আরও চারটি দলে খেলেছেন। অভিষেক আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত খেলেছিলেন তিনি। তবে সে ধারা ধরে রাখতে পারেননি। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়েলস হয়ে সবশেষ খেলেছেন দিল্লি ক্যাপিটালসে।
GIPHY App Key not set. Please check settings