in ,

২৪ ঘণ্টায় গ্রিসে পৌঁছালেন ১৫০ অভিবাসনপ্রত্যাশী

সাইফুল ইসলাম (রনি), প্যারিস

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ২৪ ঘণ্টায় অন্তত ১৫০ জন অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছেন গ্রিক উপকূলে৷ ২৪ মে এ তথ্য জানায় গ্রিক কর্তৃপক্ষ৷

কর্তৃপক্ষ বলেছে, উত্তর আফ্রিকার উপকূল থেকে গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে আসতে গিয়ে সাগরে ডুবে মারা গেছেন এক অভিবাসনপ্রত্যাশী৷

উন্নত জীবনের আশায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যে অভিবাসনপ্রত্যাশীরা আসেন, তাদের কাছে স্পেন আর ইতালির পাশাপাশি গ্রিসও একটি প্রধান গন্তব্য৷

তুরস্ক ও লিবিয়া উপকূল থেকে সমুদ্রে চলার অনুপযোগী ছোট ছোট নৌকা নিয়ে অভিবাসনপ্রত্যাশীরা গ্রিসে পাড়ি জমানোর চেষ্টা করেন৷

২৩ মে দেশটির ছোট দ্বীপ ক্রিটের দক্ষিণে ৮৩ নটিক্যাল মাইল (৯৫ মাইল) দূরে দুর্দশাগ্রস্ত একটি অভিবাসীবাহী নৌকার খোঁজ জানায় একটি পণ্যবাহী জাহাজ৷ খোঁজ পেয়ে বিপদাপন্ন সেই নৌকা থেকে ৩৪ জনকে উদ্ধার করে গ্রিসের উপকূলরক্ষীরা৷

২৪ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশী ও নৌকাটির চালকের বরাত দিয়ে তারা আরও জানায়, নৌকায় থাকা এক লোক পানিতে পড়ে যান৷ তাকে আর উদ্ধার করতে পারেননি সহযাত্রীরা৷

উদ্ধারের পর সব অভিবাসনপ্রত্যাশীকে ক্রিটে নিয়ে আসে উপকূলরক্ষীরা৷ অভিবাসনপ্রত্যাশীরা জানান, ২১ মে তারা লিবিয়ার পূর্ব উপকূল থেকে যাত্রা শুরু করেছিলেন৷

২৩ মে গ্রিসের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মোনেমভাসিয়ার কাছের একটি সমুদ্র সৈকত থেকে ৫১ জন পুরুষ, আট জন নারী এবং ১৯ জন শিশুকে উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষ৷

তারা কোন জায়গা থেকে রওনা হয়েছিলেন তা স্পষ্ট নয়৷ সাধারণত ওই অঞ্চলের সমুদ্রপথটি তুরস্ক থেকে গ্রিস বা ইতালিতে চোরাচালানে ব্যবহার করা হয়৷

এ ছাড়া একইদিনে সিমি দ্বীপের উপকূল থেকে ২২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেন উপকূলরক্ষীরা৷ তারা জানান, তুরস্কের উপকূল থেকে গ্রিসে পৌঁছে দিতে অভিবাসনপ্রত্যাশীরা মানবপাচারকারীদের অর্থ দিয়েছেন৷

চলতি বছর এ পর্যন্ত অন্তত ১৬ হাজার অভিবাসনপ্রত্যাশী গ্রিসে পৌঁছেছেন৷ তাদের বেশিরভাগই এসেছেন সমুদ্রপথে৷ ২০২৩ সালে সব মিলিয়ে ৪৮ হাজার অভিবাসনপ্রত্যাশী আসেন দেশটিতে৷

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ২১ হাজার অভিবাসনপ্রত্যাশী এসেছেন স্পেনে৷

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings