দিনের প্রথম ম্যাচে বড় লক্ষ্য তাড়া করে জিতেছিল ফরচুন বরিশাল। তাই দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স ১৯১ রান করলেও ম্যাচ থেকে ছিটকে যায়নি ঢাকা ক্যাপিটালস। দুইশর কাছাকাছি রান তাড়ায় শুরুটা ভালোই করেছিল ঢাকা। কিন্তু সেটা ধরে রাখতে পারেনি মিডল অর্ডার ব্যাটাররা। তাতে শাকিব খানের মালিকাধীন ঢাকাকে সহজেই হারিয়েছে রংপুর।
মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে রংপুর। জবাবে খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানের বেশি করতে পারেনি ঢাকা।
১৯২ রান তাড়ায় যেমন শুরু প্রয়োজন পাওয়ার প্লেতে সেটাই করলেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। প্রথম কয়েক ওভার রয়েসয়ে খেললেও একটু পর দুজনই জড়তা কাটিয়ে বাউন্ডারি বের করেছেন প্রত্যাশা মিটিয়ে। বিনা উইকেটে ৬৫ রান তোলা ঢাকা ক্যাপিটালস ছিল সঠিক পথেই।

তবে হঠাৎই শেখ মেহেদীর স্পিনে ধস নামলো থিসারা পেরেরার দলের। ২৭ রান খরচায় মেহেদী ফিরিয়ে দিয়েছেন লিটন, তানজিদ, হাবিবুর রহমান সোহান ও ফারমানউল্লাহ শাফিকে। ৬৫ থেকে ৭৫ রানে যেতেই ৪ উইকেট হারিয়ে বসে ঢাকা।
সেখান থেকে আর দলকে টেনে তুলতে পারেননি থিসারা পেরেরা, স্টিফেন এস্কিনাজিরা। ভালো শুরুর পরও মাঝের ব্যাটিং ধসে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানে থামে তারা।
এর আগে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। ২০ রানে ২ উইকেট হারায় তারা। তবে সাইফ হাসান ও ইফতিখারের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। সাইফ করেছেন ৪২ রান, আর ইফিখারের ব্যাট থেকে এসেছে ৪৯ রান।
শেষদিকে রীতিমতো ঝড় তোলেন খুশদিল শাহ ও নুরুল হাসান সোহান। খুশদিল অপরাজিত ছিলেন ২৩ বলে ৪৬ রান করে। আর সোহানের ব্যাট থেকে এসেছে ১১ বলে ২৫ রান।
GIPHY App Key not set. Please check settings