in

হরমুজ বন্ধের পরিকল্পনা ইরানের

২৩ জুন ২০২৫, সোমবার | আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ স্ট্রেইট অব হরমুজ বন্ধের পরিকল্পনা করছে ইরান। রবিবার (২২ জুন) দেশটির পার্লামেন্ট এই সিদ্ধান্তে সায় দিয়েছে, যা বাস্তবায়নের জন্য সুপ্রিম কাউন্সিলের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যেই এই খবরে বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বেড়েছে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বব্যাপী ব্যবহৃত মোট তেলের ২০ শতাংশ পরিবাহিত হয়, যার মূল্য প্রায় ১ বিলিয়ন ডলার। 

বিশ্বের তেলনির্ভর দেশগুলো যেমন চীন, ভারত এবং পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলো এই ঘটনার সরাসরি অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হতে পারে। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনকে আহ্বান জানিয়েছেন যেন তারা ইরানকে এই সিদ্ধান্ত থেকে বিরত রাখার চেষ্টা করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings