চলতি বছরে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
বৃহস্পতিবার আন্ত:শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্থগিত হওয়া পরীক্ষার নতুন এই সময়সূচি প্রকাশ করা হয়েছে।
স্থগিত হওয়ার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিভিন্ন বিভাগের বিভিন্ন বিষয়ের পরীক্ষা নেওয়া হয়নি। নতুন সময়সূচি অনুযায়ী এসব পরীক্ষা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার বিষয়ে উদ্যোগী হয় স্ব স্ব শিক্ষা বোর্ড। গত ১৩ আগস্ট মঙ্গলবার বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের স্থগিত হওয়ার এইচএসসি ও সমমানের পরীক্ষা সিলেবাস ও মানবন্টন অনুযায়ী অনুষ্ঠিত হবে।
গত ৩০ জুন সিলেট বোর্ড ছাড়া সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ১৮ জুলাই সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর কয়েক দফায় পরীক্ষা স্থগিত করা হয়।
GIPHY App Key not set. Please check settings