
প্যারিস, ফ্রান্স | ৩ আগস্ট ২০২৫
সুনামগঞ্জ জেলার দিরাই-শাল্লা এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিক এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল-এর ফ্রান্স আগমন উপলক্ষে ফ্রান্সে বসবাসরত দিরাই-শাল্লা জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় প্যারিস শহরের একটি অভিজাত হলে আয়োজিত এই অনুষ্ঠানে দিরাই-শাল্লা, বৃহত্তর সিলেট এবং ফ্রান্স বিএনপি ও অংগসংগঠনের প্রবাসী জাতীয়তাবাদী নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে হাফেজ সাহজদুল হাসানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। পরে জাবেদ চৌধুরী ও জানে আলম এর সঞ্চালনায় এবং এনামুল হক চৌধুরী এনামের সভাপতিত্বে বক্তব্যে রাখেন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি আসাদুল হক বুলু, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, সহ সাবেক সভাপতি এম এ রহিম, সহ সাবেক সভাপতি রশীদ পাটোয়ারী, সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম রেজা, সাবেক যুগ্ম সম্পাদক জুনায়েদ আহমেদ, ফ্রান্স বিএনপি নেতা শাহিন আহমেদ, আজিজুর রহমান, শহিদুল ইসলাম শিপার, জমির হোসেন,কাউসার আহমেদ, যুব নেতা মিল্টন সরকার, ফরিদ মিয়া, হেলাল উদ্দিন, লায়েক আহমেদ, আবুল ফজল, স্বেচ্ছাসেবক নেতা আলী চৌধুরী, জামিল আহমেদ, জুয়েল আহমেদ এবং জাসাস নেতা কবি সোহেল আহমেদ প্রমুখ।

বক্তারা সকলেই এডভোকেট পাবেল-এর রাজনৈতিক বিচক্ষণতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাঁকে বৃহত্তর জাতীয় পর্যায়ে নেতৃত্বে দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বক্তারা আরও বলেন, “এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল আমাদের এলাকার গর্ব। তাঁর আগমন আমাদের জন্য শুধু সৌভাগ্যই নয়, জাতীয়তাবাদী চেতনার নতুন জাগরণ। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মননায়ন পেলে আমরা তার জন্য কাজ করবো।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন, “বিদেশের মাটিতে থেকেও আপনারা যেভাবে দেশের জন্য, গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছেন, তা অনুকরণীয়। বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির জন্য প্রবাসীদের অবদান অমূল্য।” তিনি আরও বলেন, “আজকের এই ঐক্যই ভবিষ্যতে দিরাই-শাল্লা এবং গোটা দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। তিনি বলেন আমি বিগত আন্দোলন সংগ্রামে সব সময় এলাকার এবং দলের নেতাকর্মীদের পাশে ছিলাম ও ভবিষ্যতে তাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।এছাড়াও তিনি আরও বলেন বিগত দিনে সিলেট বিএনপির দুই জন নেতা দলের সাথে বেইমানী করেছে। বেইমানরা যাতে দলের মধ্যে আসতে না পারে সে দিকে নেতাকর্মীদের সর্তক থাকতে বলেন।” এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল সাবেক সিলেট এমসি কলেজে মেধাবী ছাত্র নেতা তিনি সুনামগঞ্জ জেলা শাখার সাবেক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি ও দিরাই উপজেলার সভাপতি ছিলেন। তার বাবাও বিএনপি রাজনীতির সাথে জরিত ছিলো।
অনুষ্ঠানের সভাপতি এনামুল হক তার বক্তব্যবে আগত অতিথি এবং নেতাকর্মী সবাইকে ধন্যবাদ জানান।এছাড়া তিনি এডভোকেট তাহির রায়হান চৌধুরি পাবেল এর পাশে থাকার আহবান জানান। পরে প্রধান অতিথি কে দিরাই শাল্লার,বৃহত্তর সিলেট এবং ফ্রান্স বিএনপি নেতাকর্মিরা ফুলের শুভেচ্ছা এবং ক্রেস্ট তুলে দেন। মতবিনিময় সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলো।
GIPHY App Key not set. Please check settings