in

সিরিজে সমতা ফেরালো শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় তুলে সিরিজ সমতায় ফিরেছে শ্রীলঙ্কা। ৪৭ ওভার ১ বলে খেলে নির্ধারিত লক্ষ্যে পৌঁছায় লঙ্কানরা। শুরুর চাপ সামলে নিয়ে ওপেনার পাথুম নিশাঙ্কার সেঞ্চুরি ও চারিথ আসালাঙ্কার নব্বেই পেরোনো ইনিংসে ভর করে সহজ জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

শুক্রবার চট্টগ্রামে বাংলাদেশের দেওয়া ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৩ রানেই ৩ উইকেট হারিয়ে শুরুতে কিছুটা চাপে পড়ে শ্রীলঙ্কা। কিন্তু পাথুম নিসাঙ্কা ও চারিথ আসালাঙ্কার জুটিতে চাপ সামাল দিয়ে চালকের আসনে বসে যায় সফরকারী দল। এ জুটিতে ভর করে ৩২ ওভার খেলে তিন উইকেটে দলীয় ২০০ রান পার করে দলটি। মিরাজ যখন এই জুটি ভাঙেন তখন শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ২২৮।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার ইনিংস ওপেনিংয়ে নামা আভিস্কা ফার্নান্দো আউট হন রানের খাতা খোলার আগেই। শরিফুলের বলে ফাস্ট স্লিপে সৌম্য সরকারের হোতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান আভিস্কা। এরপর ইনিংস ওপেনকারী পাথুম নিশাঙ্কা জুটি গড়ার চেষ্টা করেন দলীয় ক্যাপ্টেন কুশল মেন্ডিসকে নিয়ে। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি তাসকিন আহমেদ। দলীয় ৪২ রানে ও ব্যক্তিগত ১৬ রানে কুশলকে ফেরান তাসকিন। তাসকিনের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কুশল। দলীয় স্কোরবোর্ডে ১ রান যোগ করতেই ফের সাদিরা সামারাবিক্রমাকে (১ রান) সাজঘরে ফেরান শরিফুল। শরিফুলের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান তিনি। তার বিদায়ে ৪৩ রানেই ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা।

এরপরই মূলত লঙ্কানরা শক্তিশালী জুটি গড়ে তোলে। ৪৩ রানে ৩ উইকেট থেকে ২২৮ রানে নিয়ে যান পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালাঙ্কা। মূলত এই জুটিতে ভর করেই ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশাঙ্কা তুলে নেন সেঞ্চুরি। ১০০ বলে ১০০ রান পূর্ণ করেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেওয়া আসালাঙ্কাও ছিলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। শেষ পর্যন্ত ১৩টি চার ও ৩ ছক্কায় ১১৩ বলে ১১৪ রানে সাজঘরে ফিরেন পাথুম। ৩৭তম ওভারে মিরাজের বলে লিটন দাসের তালুবন্দি হন তিনি। তার বিদায়ে ১৮৫ রানের জুটি ভাঙে। পরের ওভারেই সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা আসালাঙ্কাকে মুশফিকুর রহিমের হাতে তালুবন্দি করান তাসকিন আহমেদ। সাজঘরে ফেরার আগে ৯৩ বলে ৯১ রান করেন আসালাঙ্কা। নব্বই পেরোনো ইনিংসে ছিলো ৬টি চার ও দৃষ্টিনন্দন ৪টি ছক্কা। এলবিডব্লিউর ফাঁদে ফেলে জেনিথ লিয়াঙ্গাকে ফেরান তানজিম হাসান সাকিব। ততক্ষণে ৬ উইকেটে ২৫১ রানে পৌঁছে যায় শ্রীলঙ্কা। শেষদিকে ঝড়তোলা ডব্লিউ হাসারাঙ্গা লিটন দাসকে ক্যাচ তুলে দেন তাইজুল ইসলামের করা ৪৭তম ওভারে।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে তাওহীদ হৃদয়ের ৯৬, সৌম্য সরকারের ৬৮ ও শান্তর ৪০ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলে বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে ডব্লিউ হাসারাঙ্গা ৪টি উইকেট নেন। এছাড়া দিলশান মাদুশাঙ্কা ২টি এবং প্রামোদ মাদুসা ১টি উইকেট নেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings