in

সাকিব ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান শান্ত

ফ্রান্সবিডি ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার কথা রয়েছে মুশফিকদের। সুযোগ হলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাকিব আল হাসানের প্রসঙ্গে কথা বলতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) দেশে ফিরে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। উনি দেখা করতে চেয়েছেন। যদি কথা উঠে, সাকিব ভাইয়ের বিষয়টা একটা ভিন্ন বিষয়। প্রত্যেকটা ক্রিকেটার সবাই সাকিব ভাইয়ের সঙ্গে আছেন। আমরা বিষয়টা জানি, সাকিব ভাই দলের জন্য কতটা ত্যাগী। খেলার জন্য কতটা পাগল। সব সময় দলের জন্য খেলার জন্য চিন্তাভাবনা করেন। যদি এটা নিয়ে কথা ওঠে, হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা ক্রিকেটার সাকিব ভাইয়ের পাশে আছে।’

পাকিস্তান সফর শেষে দলের বাকি ক্রিকেটাররা দেশে ফিরলেও সাকিব ফেরেননি। কাউন্টি খেলতে তিনি যুক্তরাজ্যে যাবে। আর সেখান থেকে ভারতে দলের সঙ্গে যোগ দেবেন। আগামী ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্টে মাঠে নামবে শান্তর দল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings