in

সব আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা

দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে সান্ধ্য আইন (কারফিউ) চলাকালে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম ও আপিল বিভাগের সব দপ্তর ও শাখা বন্ধ থাকবে। তবে প্রধান বিচারপতি জরুরি বিষয়ে প্রয়োজন সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন।

একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে ৫ আগস্ট (আগামীকাল সোমবার) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগ ও দেশের সব অধস্তন আদালত বা ট্রাইব্যুনালের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সই করা পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে আজ রোববার এসব তথ্য জানানো হয়েছে।

আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনাসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই নির্দেশনা দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

হাইকোর্ট বিভাগে কার্যক্রম বন্ধ প্রসঙ্গে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে ৫ আগস্ট থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে প্রধান বিচারপতি যেকোনো সময় জরুরি বেঞ্চ গঠন করে বিচারকাজ পরিচালনার আদেশ দেবেন।

অধস্তন আদালত বা ট্রাইব্যুনালগুলোর কার্যক্রম বন্ধ প্রসঙ্গে অপর বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্ট থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব অধস্তন আদালত বা ট্রাইব্যুনালের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে প্রধান বিচারপতি যেকোনো সময় যেকোনো আদালতকে বিচারকাজ পরিচালনার আদেশ দেবেন।

এ ক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট সাংবিধানিক বাধ্যবাধকতায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings