
স্পোর্টস ডেস্ক | ২৩ সেপ্টেম্বর ২০২৫
ফুটবলের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জিতে নিলেন প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে। বিশ্বসেরা খেলোয়াড়দের পেছনে ফেলে এবারের আসরে ইতিহাস গড়লেন ফরাসি এই তারকা।
ব্যালন ডি’অর ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার, যা প্রতি বছর সেরা পারফরম্যান্সের জন্য দেওয়া হয়। দীর্ঘ সময় মেসি, রোনালদো কিংবা বেনজেমাদের আধিপত্যে থাকা এই পুরস্কার এবারে দেম্বেলের হাতে ওঠায় ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে।

প্যারিসের প্লাস দ্য শাতলে দেম্বেলের এই জয় উদযাপন করতে ভিড় জমিয়েছিলেন হাজারো পিএসজি সমর্থক। ঘোষণার পর মুহূর্তেই সেখানে সৃষ্টি হয় আনন্দের বিস্ফোরণ। আতশবাজি, পতাকা ও গান-বাজনায় উৎসবে মেতে ওঠে পুরো এলাকা।
বিশ্লেষকরা মনে করছেন, এই অর্জন দেম্বেলের ক্যারিয়ারের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সঙ্গে পিএসজির হয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় তার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
GIPHY App Key not set. Please check settings