মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। এ ছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও আট জন।
শনিবার (১৬ নভেম্বর) মাদারীপুরের সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে তিনি এ দুর্ঘটনার শিকার হন। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।
বর্তমানে রুবেল মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর ওহিদুজ্জামান।
বড় ভাই সোহেল রানার হাত ধরে চলচ্চিত্রে এসেছিলেন রুবেল। ১৯৮৬ সালে পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার।
GIPHY App Key not set. Please check settings