in

শেখ হাসিনার প্রতিহিংসায় মা-ছেলের মধুর সর্ম্পক থেকে বঞ্চিত: আসাদুজ্জামান পলাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ বলেছেন, দীর্ঘ সাড়ে সাত বছর পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে সাক্ষাৎ হলো। এটা যে কতটা মধুর সম্পর্ক, তা কেবল মা-সন্তানরাই বোঝে। আর এমন মধুর সম্পর্ক থেকে মা-ছেলেকে বঞ্চিত রেখেছিল স্বৈরাচারী হাসিনা।’
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে মাদারীপুর পৌরসভা যুবদলের কর্মী সমাবেশের এ কথা বলেন তিনি।
আসাদুজ্জামান পলাশ বলেন, ‘কতটা নির্মম, নিষ্ঠুর আর অত্যাচারী হলে মা আর সন্তানকে আলাদা করে রাখে। যেটা করেছিল স্বৈরাচারী খুনি হাসিনা। বিএনপির চেয়ারপারসনকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে রেখেছিল আর তারেক রহমানকে দেশদ্রোহী করে বিদেশ থেকে আসতে দেয়নি। ফলে বৃদ্ধ বয়সেও মা-ছেলের সঙ্গে সাক্ষাৎ হয়নি দীর্ঘদিন। কিন্তু এখন বীরের বেশে দেশবাসীর ভালোবাসা নিয়ে চিকিৎসার জন্য গেলেন বেগম জিয়া। আর মা-সন্তানের এমন মধুর চিত্র দেখলো দেশবাসী।’
এসময় আসাদুজ্জামান পলাশ আগামীতে বিএনপিকে ভোট দিয়ে জনগণের সেবা করার জন্য এলাকাবাসীকে আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্য-নির্বাহী সদস্য কাজী হুমায়ূন কবির, অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিএম দুলাল, পৌর যুবদলের আহ্বায়ক বাশার মাতুব্বর প্রমুখ। এসময় অ্যাডভোকেট মতিন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগ ৩ শতাধিক অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings