in

লড়তে হয় লড়ব, মরতে হয় মরব: আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আল্লাহ আমাদের বাছিয়ে রেখেছেন, নিশ্চয়ই আরো বড় কোনো দায়িত্ব গ্রহণের জন্য। কাজেই যদি লড়তে হয় লড়ব, মরতে হয় মরব।’

শনিবার আর্মি স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বরণ করে তিনি বলেন, ‘আমি যখন হাসপাতালে যাই আহতদের দেখতে তখন আহত যোদ্ধারা বলেন, “ভাই যদি আবারো প্রয়োজন হয় আমরা হাসপাতাল থেকে লড়াই করতে চলে আসব।” তাদের প্রতি শ্রদ্ধা ভাষায় প্রকাশ করতে পারব না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চায় আমরা সেই বাংলাদেশ গড়ব। প্রয়োজনে আবার লড়াই করব।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings