আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত শর্মা নিজের চতুর্থ ও সর্বশেষ সেঞ্চুরিটি পেয়েছিলেন ২০১৮ সালের নভেম্বরে। ১৬ দিন আগেও এককভাবে রেকর্ডটি উপভোগ করেছিলেন ভারতীয় ব্যাটসম্যান।
গত মাসের ২৮ তারিখে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেই রেকর্ডটিতে ভাগ বসান অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।
আর ডিসেম্বরের ১৪ তারিখে রেকর্ড আরেকজন সঙ্গীও পেয়ে গেলেন রোহিত। রোহিতেরই সতীর্থ সূর্যকুমার যাদবও পেয়ে গেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ সেঞ্চুরি।
২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের সর্বশেষ সেঞ্চুরির প্রায় আড়াই বছর পর যার অভিষেক সেই সূর্যকুমার ৬০ ম্যাচ খেলেই পেয়ে গেলেন চতুর্থ সেঞ্চুরি। রোহিত চার নম্বরটা পেয়েছিলেন ৮৬ ম্যাচে, ম্যাক্সওয়েল শততম ম্যাচেই পেয়েছেন চতুর্থ সেঞ্চুরিটি।
সূর্যকুমারের রেকর্ড ছোঁয়ার দিনে বড় ব্যবধানে জিতেছে তার দল ভারতও। জোহানেসবার্গে সিরিজের শেষ টি-টোয়েন্টিটা ভারত জিতেছে ১০৬ রানে। তাতে তিন ম্যাচের সিরিজটা ড্র হলো ১-১-এ।
এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুদল। ১৭ ডিসেম্বর প্রথম ম্যাচটি হবে হবে জোহানেসবার্গেই।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ২০১/৭ (সূর্যকুমার ১০০, জয়সোয়াল ৬০, রিংকু ১৪; মহারাজ ২/২৬, উইলিয়ামস ২/৪৬)।
দক্ষিণ আফ্রিকা: ১৩.৫ ওভারে ৯৫ (মিলার ৩৫, মার্করাম ২৫, ফেরেইরা ১২; কুলদীপ ৫/১৭, জাদেজা ২/২৫)।
ফল: ভারত ১০৬ রানে জয়ী।
সিরিজ: ৩–ম্যাচ সিরিজ ১–১ ড্র।
ম্যান অব দ্য ম্যাচ: সূর্যকুমার যাদব
GIPHY App Key not set. Please check settings