ফ্রান্সের রাজধানী প্যারিস ঘিরে রেলব্যবস্থায় হামলার পর এখনো স্বাভাবিক হয়নি দ্রুতগতির ট্রেন চলাচল।
হামলার শিকার গুরুত্বপূর্ণ তিনটি রেললাইন শনিবারও পুরোপুরি মেরামত করা সম্ভব হয়নি।
তবে আগামী সোমবার নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্যারিসে গতকাল শুক্রবার সন্ধ্যায় শুরু হয়েছে অলিম্পিক গেমস। এদিনই ভোরে প্যারিস ঘিরে তিনটি রেল নেটওয়ার্কের কেব্ল বক্সে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এতে বন্ধ হয়ে যায় বেশির ভাগ দ্রুতগতির ট্রেন চলাচল। ট্রেন বন্ধ থাকায় চরম ভোগান্তির মুখে পড়েন অলিম্পিক গেমসের দর্শনার্থীসহ সাধারণ যাত্রীরা।
ফ্রান্সের ট্রেন চলাচল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান এসএনসিএফ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত রেলপথগুলো দিয়ে চলাচল করা ১০টি ট্রেনের মধ্যে ৭টি আজ চালু আছে। তবে এক থেকে দুই ঘণ্টা বিলম্ব হচ্ছে।
রোববারও প্যারিসের উত্তর ও দক্ষিণ–পশ্চিম দিকে ট্রেন চলাচল ব্যাহত হতে পারে। তবে পূর্ব দিকের দ্রুতগামী ট্রেন চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে।
এসএনসিএফের হিসাবে হামলার পর শুধু শুক্রবারেই ভোগান্তির শিকার হন আড়াই লাখ ট্রেনযাত্রী। ফ্রান্সের যোগাযোগ প্রতিমন্ত্রী প্যাট্রিক ভেরগ্রিয়েতের ভাষ্যমতে, ট্রেন বন্ধ থাকার তিন দিনে মোট ৮ লাখ যাত্রী ভোগান্তির শিকার হতে পারেন।
এরপর আগামী সোমবার নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন এসএনসিএফের প্রধান জ্যঁ–পিয়েরে ফারাঁদো।
গত শুক্রবার চালানো হামলাকে ‘নাশকতা’ বলে আখ্যা দিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়াল আতাল। এ হামলার দায় এখনো স্বীকার করেনি কেউ।
তবে তদন্তসংশ্লিষ্ট ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, হামলাগুলো বেশ প্রস্তুতি নিয়ে চালানো হয়েছে। আর তিনটি হামলাই চালিয়েছে একই গোষ্ঠী।
GIPHY App Key not set. Please check settings