in

রাশিয়ায় পড়াশোনা করা বাংলাদেশিদের সঙ্গে লাভরভের মতবিনিময়

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সাবেক সোভিয়েত ইউনিয়নে বৃত্তি নিয়ে পড়াশোনা করা কয়েক জন বাংলাদেশির সঙ্গে মতবিনিময় করেছেন।

লাভরভ ঢাকা ছাড়ার আগে আজ শুক্রবার সকালে গুলশানে রাশিয়া দূতাবাসে এই মতবিনিময় সভা হয়।

সভা শেষে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, সভায় বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় রাশিয়ার ভূমিকার কথা স্মরণ করা হয়েছে। বর্তমান বিশ্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে রাশিয়ার প্রকল্পগুলো যেন সুষ্ঠুভাবে ও যথাসময়ে শেষ হয়, সে বিষয়ে আলোচনা হয়েছে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক খন্দকার বজলুল হক সাংবাদিকদের বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্ব টালমাটাল পরিস্থিতির মুখে পড়েছে। এ বিষয়ে মতবিনিময় সভায় আলোচনা হয়েছে।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানও মতবিনিময় সভায় ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ থেকে ছাত্রছাত্রী নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ভারতের দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে সের্গেই লাভরভ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাকার্তা থেকে ঢাকায় আসেন। আজ বেলা দুইটার দিকে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings