in

রাজের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় কলকাতার তরুণ অভিনেত্রী ইধিকা পালের। ঢাকার সিনেমাটি মুক্তির পর ঢাকা ও কলকাতায় ‘প্রিয়তমা’ হিসেবে পরিচিতি পেয়েছেন ইধিকা।

আরেক ঢাকাই সিনেমায় নাম লেখালেন ইধিকা, চিত্রনায়ক শরীফুল রাজের বিপরীতে ‘কবি’ সিনেমায় পাওয়া যাবে ইধিকাকে। সিনেমাটি পরিচালনা করছেন ‘সত্তা’ পরিচালক হাসিবুর রেজা কল্লোল। চলতি সপ্তাহেই কলকাতার নারায়ণ স্টুডিওতে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে।

কলকাতা থেকে ইধিকা পাল গণমাধ্যমকে বলেন, নতুন টিম ও সহশিল্পীদের সঙ্গে কাজটা করছি। নতুন অভিজ্ঞতা হবে, কাজটি নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। আমি মন দিয়ে করার চেষ্টা করব; আগে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে ভবিষ্যতেও তেমন ভালোবাসা দেবে—এটাই আশা করছি।

প্রেমের সিনেমা ‘কবি’তে অ্যাকশনও থাকবে। সিনেমার গল্প আবর্তিত হয়েছে কলকাতা শহরকে ঘিরে, নারায়ণ স্টুডিও ছাড়াও কলকাতার বিভিন্ন লোকেশনে সিনেমার দৃশ্যধারণ করা হবে।

এতে রাজ–ইধিকা ছাড়াও ঢাকার মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, কলকাতার অভিনেত্রী অনন্যা বিশ্বাসসহ আরও অনেকে থাকছেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings