in

রাজবাড়ী ও গোয়ালন্দ রুটে বন্ধ হওয়া সব ট্রেন চালু হবে: রেলমন্ত্রী

রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, রাজবাড়ী ও গোয়ালন্দ রুটে বন্ধ হওয়া সকল ট্রেন চালু করা হবে। বাংলাদেশ রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হবে।

বৃহস্পতিবার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন পর রাজবাড়ী জেলায় একজন পূর্ণাঙ্গ মন্ত্রী উপহার দিয়ে রাজবাড়ী জেলাকে সম্মানিত করেছেন। এ সম্মান পুরো রাজবাড়ীবাসীর। এজন্য আমি প্রধানমন্ত্রীর নিকট চিরকৃতজ্ঞ। প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন আমি যেন রাজবাড়ী সহ সারা দেশের মানুষের জন্য কাজ করে যেতে পারি। আমি সকলের সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, আমাদের রাজবাড়ী জেলাটি হচ্ছে রেল অধ্যুষিত একটি জেলা। কিন্তু বিএনপি আমলে রাজবাড়ীর জেলার অনেকগুলো রেল লাইন বন্ধ হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে ভাটিয়া পাড়া রেলপথসহ বাংলাদেশে বন্ধ হয়ে যাওয়া অনেক রেলপথ পুনরায় চালু করেছেন। এ ছাড়া রাজবাড়ীতে লোকোশেড রয়েছে, সেখানে যে সব জমি রয়েছে সেগুলো নিয়ে এখানে ট্রেন মেরামতের জন্য বড় একটি কারাখানা নির্মিত হচ্ছে।

জিল্লুল হাকিম বলেন, ‘আমরা রেলব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি, এর মধ্যে রয়েছে প্রতিটি জেলাকে রেলপথের সঙ্গে যুক্ত করা। গোয়ালন্দের মতো ঐতিহ্যবাহী রেল এলাকায় ট্রেন চালু হবেনা এটা কখনো হতে পারেনা। আমার কাজ হচ্ছে জনগণের চলাচলের সুবিধা ও ব্যবসা, বাণিজ্যের সুবিধা অনুযায়ী ট্রেন চলাচল ব্যবস্থা সহজতর করা। দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে বহু বার সংসদে কথা বলেছি এবং প্রধানমন্ত্রী কথা দিয়েছেন আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হলে সেতু অটোমেটিক নির্মিত হয়ে যাবে। নদী শাসনের ব্যাপারে আমি প্রধানমন্ত্রীর নিকট বলবো। আমাদের এ অঞ্চলের প্রতি প্রধানমন্ত্রীর অনেক টান আছে, তা নাহলে পূর্ণাঙ্গ মন্ত্রীত্ব দিতেন না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings