in

রাঙ্গামাটির সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬

জেলার বাঘাইছড়ি উপজেলায় আজ ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে ছয়জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন শ্রমিক।

বুধবার বিকেলে সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ‘৯০ ডিগ্রি’ নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সেনাবাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতদের কারও নাম পরিচয় জানা যায়নি। নিহত শ্রমিকরা সবাই সীমান্ত সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ সাজেকের উদয়পুর সীমান্ত সড়ক এলাকায় ট্রাক খাদে পড়ে প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে সাজেক থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings