in

যে দুই আসন থেকে মনোনয়ন কিনলেন অভিনেতা সিদ্দিক

অভিনেতা সিদ্দিকুর রহমান গত জুলাই মাসে ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন নেওয়ার চেষ্টা করেও পাননি। এরপর কিছুদিন চুপ থাকলেও এবার জাতীয় নির্বাচনের আগে সক্রিয় হয়েছেন। জানালেন, সোমবার ঢাকা ও ঢাকার বাইরে দুই আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমি দীর্ঘ একটা সময় অভিনয়ের পাশাপাশি রাজনীতির সঙ্গে জড়িত। দর্শক আমাকে ভালোবাসেন। আমি তাঁদের জন্য কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই আগামী দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হচ্ছি। আজ আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমার এলাকা ও ঢাকার নেতা-কর্মীদের ভালোবাসা আমার সঙ্গে ছিল। আগামীকাল মনোনয়ন ফরম জমা দেব।

কোন আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন জানতে চাইলে সিদ্দিক বলেন, আমি দুই আসনের জন্য মনোনয়ন তুলেছি। ঢাকা-১৭, সংসদীয় আসন ১৯০ (গুলশান বনানী ও ক্যান্টনমেন্ট, ভাসানটেক এলাকা ও টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ি) সংসদীয় আসন-১৩০।

তিনি বলেন, ফরম ওঠানোর সময় এলাকাবাসী ছাড়াও আমার সঙ্গে আরও অনেকেই ছিলেন। আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিলে সবাইকে নিয়ে নির্বাচনে করতে চাই। এখন সঠিকভাবে আগামীকাল মনোনয়ন জমা দেব। আমি সবার কাছে দোয়া চাই। কিছু করার সুযোগ চাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings