বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের চায়ের দাওয়াতে অংশ গ্রহণ করেন।
বৃহস্পতিবার সকালে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির ৩ সদস্যদের একটি প্রতিনিধি দল রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসভবনে যান।
প্রতিনিধি দলের অন্য দুই সদস্যের মধ্যে ছিলেন, বিএনপি’র স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
মার্কিন কূটনীতিকের বাসায় কি বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে প্রতিনিধি দলের সদস্যারা কিছুই জনাননি।
GIPHY App Key not set. Please check settings