in

মোবাইল না পেয়ে ৮ তলা থেকে লাফ, কলেজছাত্রীর মৃত্যু

ফ্রান্সবিডি ডেস্ক

গোপালগঞ্জ শহরে ৮ তলা ভবনের ছাদ থেকে লাফিয়া পড়ে কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে দিকে শহরের ব্যাংকপাড়া এলাকার চাদমারী সড়কের ৮তলা বিশিষ্ট ইউনুস টাওয়ারের ছাদ থেকে লাফিয়ে পড়ে ওই শিক্ষার্থী মারা যান।

নিহত শিক্ষার্থী জোবাইদা খানম গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেনীর মানবিক বিভাগের ছাত্রী। সে পরিবারের সঙ্গে শহরতলীর ঘোষেরচর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ছেলে ও মেয়ে জোবাইদার পড়া লেখার জন্য গত তিনমাস আগে গোপালগঞ্জে শহরের ভাড়া বাড়িতে ওঠেন মিসকাত মোল্লা। এরআগে নড়াইলে এস এস সি পড়ালেখার সময়ে সেখানকার একটি ছেলের সঙ্গে মেয়ের সম্পর্কের বিষয়টি জানতে পারেন ওই তরুণীর বাবা। এই কারণে তিনমাস আগে জোবাইদার ব্যবহৃত স্মার্টফোন নিয়ে নেন বাবা মিশকাত মোল্লা। শুক্রবার সকালে বাবার কাছে মোবাইল চায় জোবাইদা। ঈদের পরে মোবাইল দেওয়া হবে জানালে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই শিক্ষার্থী। দুপুরের দিকে শহরের ব্যাংকপাড়া এলাকার চাদমারী সড়কের ৮তলা বিশিষ্ট ইউনুস টাওয়ারের ছাদে উঠে সেখান থেকে লাফিয়ে পড়ে মারা যায় ওই শিক্ষার্থী।’

তিনি আরও বলেন, ‘নিহত কলেজ শিক্ষার্থীর মরদেহ গোপালগঞ্জ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আগামীকাল শনিবার ময়নাতদন্ত শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings