নিজের সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার ছিলেন ডেকো। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত খেলেছেন বার্সায়। ওই সময় লিওনেল মেসি–জাভি হার্নান্দেজদের সঙ্গে দারুণ সব মুহূর্ত উপহার দিয়েছেন এই পর্তুগিজ তারকা। সেই ডেকো আবার ফিরেছেন বার্সা। তবে কাতালান ক্লাবটিতে এবার তাঁকে দেখা যাচ্ছে স্পোর্টিং ডিরেক্টরের ভূমিকায়। যেখানে দল গঠনে বড় ভূমিকা রাখতে হবে ডেকোকে।
সম্প্রতি সংবাদ সম্মেলনে এসে বার্সায় নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন ডেকো। যেখানে তাঁকে কথা বলতে হয়েছে লিওনেল মেসির বার্সায় না ফেরা নিয়েও। ইচ্ছা থাকলেও পরিস্থিতির কারণে মেসিকে আনা যায়নি বলে মন্তব্য করেছেন ডেকো।
GIPHY App Key not set. Please check settings