in

মা হারালেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী

ঢাকাই সিনেমার চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর মা স্বপ্না সাহা মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। মায়ের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাপ্পি নিজেই।

মায়ের আত্মার শান্তি কামনা করে সংবাদমাধ্যমে বাপ্পি বলেন, ‘আমার মায়ের জন্য সবাই প্রার্থনা করবেন। বিধাতা তাঁকে যেন স্বর্গীয় শান্তিতে রাখেন। এর বেশি এখন বলতে পারছি না।’

মা তুমি কি জানো, তুমি আমার কলিজার টুকরামা তুমি কি জানো, তুমি আমার কলিজার টুকরা
বাপ্পি চৌধুরীর পারিবারিক সূত্র জানিয়েছে, স্বপ্না সাহা দীর্ঘদিন ধরে পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় ভুগছিলেন। কয়েক দিন আগে ভারত থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন তিনি।

উল্লেখ্য, বাপ্পি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শত্রু’। এতে তার বিপরীতে অভিনয় করেন জাহারা মিতু। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘৫৭০’সহ কয়েকটি সিনেমা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings