in

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার কাজাং শহরের তামান পুনক্যাক উতামা জেড হিল এলাকায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সহকারী পরিচালক আহমেদ মুখলিস মুখতার বলেন, গতকাল রোববার স্থানীয় সময় রাত ১০টা ৫৩ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তিরা অনুমতি ছাড়াই ট্র্যাকের ওপরে গিয়েছিলেন।

আজ সোমবার এক বিবৃতিতে মুখলিস বলেন, নিহত ব্যক্তিদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। সবাই ঘটনাস্থলেই মারা গেছেন। তাঁদের লাশ রেললাইনে আটকে পড়েনি। ট্রেনের ধাক্কার কারণে তাদের দেহগুলো রেললাইনের পাশে গিয়ে পড়েছিল।

মুখলিস আরও বলেন, স্থানীয় সময় দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

GIPHY App Key not set. Please check settings